বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: বেশ কিছুদিন আগে আলোচনার অন্যতম বিষয় ছিল চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজের একসঙ্গে থাকা না থাকা নিয়ে। বিচ্ছেদের আলোচনার মধ্যেই গত ৩ জানুয়ারি জানা যায়, রাজ-পরী আলাদা হচ্ছেন না। তাদের টানাপড়েনের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বর্তমানে এক ছাদের নিচেই আছেন এ তারকা দম্পতি।

এরই মধ্যে একমাত্র সন্তান রাজ্য’র সঙ্গে একই ফ্রেমে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে রাজ-পরীকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার দিবাগত রাতে সেই মুহূর্তের দুটি ছবি পোস্টও করেছেন রাজ। ছবির ক্যাপশনে লিখেছেন, আমার প্রিয় রাজ্যের পঞ্চম মাস শুভ হোক। সেই পোস্টের নিচে আবার মন্তব্য করেছেন পরীমণি। কয়েকটি ইমোজি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। শুধু পরীমণিই নন, অভিনেত্রী শবনম ফারিয়াসহ আরও অনেকেই সেখানে মন্তব্য করেছেন, জানিয়েছেন শুভকামনা।
পরীমণি ও রাজের মধ্যে বেশ কয়েক দিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এ চিত্রনায়িকাই ফেসবুক পোস্টের মাধ্যমে তা সামনে এনেছিলেন। তিনি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের দুজনের দীর্ঘ ফোনালাপ নিয়ে অনেক কথা বলেন। পরীমণি সে সময় রাজ-মিমের বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এসব বন্ধ করো।’
তবে এতকিছুর পরও জানা যায়, আলাদা হচ্ছেন না তারা। এক ছাদের নিচেই থাকছেন। এরপরই জানা যায়, তারা দুজন দুবাই যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমণি। শুধু রাজ-পরী নন, দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এ ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এ আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।
এম/
আরো পড়ুন:
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন সাদিয়া