ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: আজ বুধবার (১৫ মার্চ) সকাল থেকেই মেঘে ঢেকে আছে রাজধানীর আকাশ। বেলা বাড়ার পর ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে হতে পারে বজ্র-বৃষ্টি। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিন সকালে এক ফেসবুক পোস্টে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা দেখা যাচ্ছে।
তিনি আরও জানান, সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ের মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অতিক্রম করতে যাচ্ছে।
প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ওআ/ আই. কে. জে /