spot_img
30 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

রঙ বাংলাদেশের একুশের আয়োজন

- Advertisement -

লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: অমর একুশ সামনে রেখে ভাষার মাসে ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ নতুন সংগ্রহ সাজিয়েছে বর্ণমালা ও পাখির রং থিম করে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া সাব ব্র্যান্ড আমার বাংলাদেশের অধীনে তৈরি হয়েছে এসব সামগ্রী। মূল রং সাদা, কালো আর অ্যাশের সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল।

সুতি, হাফসিল্ক্ক, লিনেন, কটন ক্রেপ, সেমি পিওর কাপড়ে স্ট্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, টাইডাই, কাটিং-সুইং ও এমব্র্রয়ডারি কাজে হয়েছে পোশাকের জমিন অলঙ্করণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে নানা অনুষঙ্গের সন্নিবেশে।

উৎসবের পরিপূর্ণতার জন্য পাবেন যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। উপহারসামগ্রী হিসেবে রয়েছে একুশের নানা ডিজাইনের মগ। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ ও পার্স। ফ্যাশনপ্রিয় বাঙালির উৎসব উদযাপনের ইচ্ছাকে মাত্রা দিতে প্রতিটি পোশাক রাখা হয়েছে ক্রয় সাধ্যের মধ্যে।

একুশের সংগ্রহে রয়েছে- শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও উত্তরীয়। ছোটদের কামিজ, ফ্রক, স্কাট, টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

‘রঙ বাংলাদেশ’-এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাবেন চমৎকার এ একুশে সংগ্রহ। তাই আজই কিনুন নিজের এবং প্রিয়জনের জন্য একুশের পোশাক। আউটলেট ছাড়াও কেনাকাটার সহজ উপায় রঙ বাংলাদেশের ইকমার্স সাইট। নতুন আঙ্গিকে সাজানো ওয়েবসাইটwww.rang-bd.com ও ফেসবুক পেজ https://www.facebook.com/rangbangladesh

এ পাওয়া যাবে একুশে আয়োজনের সব সংগ্রহ; সঙ্গে অনলাইন অর্ডারে থাকছে দারুণ সব অফার। ১২.১২% মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা ‘রঙ বাংলাদেশ’-এর পণ্য সম্পূর্ণ সুরক্ষায় পৌঁছে যাবে আপনার ঘরে। যে কোনো প্রয়োজনে ফোনে আছেন সাহায্যকারী ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

এম/

আরো পড়ুন:

‘মুড়ির টিন’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার নতুন মৌসুম

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ