ডেস্ক নিউজ, সুখবর ডটকম: সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার পর ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছিলেন আলিদুস্তি। মোহসেন শেখারি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে চুপ থাকায় কয়েকটি আন্তর্জাতিক সংস্থাকে উদ্দেশ করে কথা বলেন তিনি।
সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ এবং আধাসামরিক বাহিনীর এক সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগে মোহসেনকে ‘দাঙ্গাকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। এরপরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিনেত্রী তারানেহ আলিদুস্তি ইরানের বিখ্যাত নির্মাতা আসগর ফরহাদি পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
এম/
আরো পড়ুন:
কোনালের কণ্ঠে নতুন গান ‘শুনেছি’