ক্রীড়া প্রতিবেদক, সুখবর ডটকম: কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, মেসিদের বাংলাদেশ সফরের বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ইতিবাচক সাড়া দিয়েছে।
বাফুফের একটি সূত্র সমকালকে জানিয়েছিল, বাংলাদেশ সফরের বিষয়ে বেশ কিছু শর্ত দিয়েছে আর্জেন্টিনার অ্যাসোসিয়েশন। সেগুলো পূরণ করতে পারলে জুনে আকাশি-সাদা জার্সির দলের বাংলাদেশ সফর সম্ভব। ওই বিষয়ে বিস্তারিত ধারণা দিতে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে।
কিন্তু অনিবার্য কারণে ওই সংবাদ সম্মেলন স্থগিত করেছে ফুটবল ফেডারেশন। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বাফুফের পক্ষে নওমি জানান, ‘বুধবার দুপুর ২:৩০টায় বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা(১৮ জানুয়ারি ২০২৩)