নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। তার রোল নম্বর ১৫১০১০৪।
এবার মেডিকেল ভর্তির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন রাফসান জামান। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বার পেয়েছেন। এছাড়া মেয়েদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হলো ৮৮।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চেয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পাসের হার কমেছে ১৯ দশমিক ৭৯ শতাংশ।
এসি/ আই.কে.জে/
আরো পড়ুন:
বদলে যাচ্ছে শ্রুতিকটু প্রাথমিক বিদ্যালয়ের নাম