spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

‘মেঘলা’ হয়ে পর্দায় আসছেন মিথিলা

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: অর্ণব মিদ্যার পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি ‘মেঘলা’। নামভূমিকায় থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে সামনে এসেছে ছবিতে মিথিলার লুক, যা প্রশংসা কুড়িয়েছে সিনে সমালোচক ও দর্শক মহলে।

‘মেঘলা’ এক প্রাণবন্ত মেয়ের গল্প, যে তার স্বামীর সঙ্গে পাহাড়ে বেড়াতে যায়। হঠাৎ করেই স্বামী আবিরকে হারিয়ে ফেলে সে। আবির হঠাৎ করে কোথায় হারিয়ে গেল, নাকি কেউ তাকে কিডন্যাপ করল!

শুরু হয় আবিরকে খোঁজার পালা। এর পর হতে থাকে একটার পর একটা বিপর্যয়।

মেঘলা কি আদৌ পারবে সেই সব ঝড়ঝাপটা সামলাতে, পারবে কি জীবনযুদ্ধে টিকে থাকতে? পাবে কি মেঘ সরিয়ে রোদের দেখা? মূলত এই গল্পেই এগোবে ছবির কাহিনি।

ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহাসহ অন্যদের।

অর্ণব এর আগেও নারীকেন্দ্রিক ছবি পরিচালনা করেছিলেন। ‘অন্দরকাহিনী’র গল্প পছন্দ করেছিল দর্শক। এবারের ছবিও নারীকেন্দ্রিক। গল্প নির্বাচন থেকে কাস্টিং সবই যত্ন নিয়ে করতে হয়েছে পরিচালককে।

এদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছেন মিথিলা। তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে পরিচিত অভিনেত্রী। যা হয়তো নারীরা নিজেরাই সবসময় মুখ ফুটে বলতে পারেন না বা বুঝতেও পারেন না। কিন্তু কোনোভাবে যখন তারা বুঝতে পারেন, তখন সেই শক্তির কাছে সব নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয়। ‘মেঘলা’ তেমনই এক লড়াকু মেয়ের গল্প। এই চরিত্রটা বেশ পছন্দের অভিনেত্রীর কাছে। তাই পরিচালকের এক কথাতেই রাজি হয়ে যান।

ছবির সংগীতায়োজনের দায়িত্ব সামলাচ্ছেন রণজয় ভট্টাচার্য। খুব শিগগিরই মুক্তি পাবে এই ছবি।

এম/

আরো পড়ুন:

কত আয় করলো রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যায় মক্কর’

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ