বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ঢাকাই সিনেমার জনপ্রিয় খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নায়কের চরিত্রে অভিনয় করেও সাফল্য পেয়েছেন। দেশে রয়েছে তার অগণিত ভক্ত। শুধু তাই নয়, প্রতিবেশি দেশ ভারতেও এই তারকার ভক্ত রয়েছে। তাই তো এবার কলকাতার ভক্তদের মাতাতে যাচ্ছেন এই অভিনেতা।
বুধবার (২১ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে এমন তথ্য জানান ডিপজল। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদ যাচ্ছি। আশা করি সবাই থাকবেন।
ডিপজল জানিয়েছেন, মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয় প্রাঙ্গণে হবে এই আয়োজন। ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠানটির আয়োজন করেছে দাঁইড় পাড়া গোল্ডেন সোসাইটি। এতে বাংলাদেশ থেকে অভিনেতা ডিপজল ছাড়াও পারফরমেন্স করবেন জনপ্রিয় গায়ক এফ এ সুমন ও গায়িকা শারমীন দীপু।
এছাড়া কলকাতা থেকে এই আয়োজন মাতাবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস ও দোস্তজী।
আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি। টিকিটের দাম রাখা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
দীপিকার ‘বেশরম’ লুক নিয়ে যা বললেন কস্টিউম ডিজাইনার