নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: মুন্সীগঞ্জে পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে রুপালি ইলিশের জমজমাট বেচাকেনা। আর ইলিশের স্বাদ নিতে দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারা। তাই রুপালি ইলিশের পসরা ঘিরে উপচেপড়া ভিড়। অগ্রহায়ণের শীতল ভোরে ইলিশ নিয়ে মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে আসেন জেলেরা। অর্ধশতাব্দী প্রাচীন এই হাটে পাইকারি ডাকের প্রচলন রয়েছে।
রাজধানীসহ নানা এলাকার মানুষ এখানে আসেন ইলিশের স্বাদ নিতে। সরবরাহ ভালো থাকায় দামও অনেকটা নাগালের মধ্যে। বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা। অভিযোগ রয়েছে, উপকূলের ইলিশ পদ্মার বলে বিক্রি করছেন বিক্রেতারা।
মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে কারেন্ট জাল বন্ধ এবং প্রবেশপথটি প্রশস্ত করাসহ আড়তটির আধুনিকায়নের দাবি জানাচ্ছি। এই হাটে ২৯টি আড়ত রয়েছে। এ ছাড়াও হাটের খোলা মাঠে পসরা নিয়ে বসেন আরও প্রায় ২০০ বিক্রেতা। দেশসেরা এই ভোরের হাটে ৩ হাজার মানুষের রুটিরুজির জোগান হচ্ছে। ফজরের আজানের পরপরই তাদের পদচারণায় মুখর হয়ে উঠে এই পদ্মা তীর। শত শত জেলে নৌকা নোঙর করে হাটের পাশে। এরপর মাছ নিয়ে হাটে পসরা দেয়ার প্রতিযোগিতা লেগে যায়। জেলে নৌকাগুলোতে মাছে খাড়ির পাশাপাশি পেটির ভেতরে বরফেও মাছ রাখা হয়। রাতে ধরা মাছগুলো যাতে নরম হয়ে না যায় সে জন্যই ব্যবহার করা হয় বরফ।
সরেজমিনে দেখা যায়, ভোরবেলায় নদীতীরে যেন এলাহি কাণ্ড। এই ইলিশের হাট কেন্দ্র করে আরও নানা রকম বাজার বসে গেছে। পেটি, বরফ ছাড়াও নানা রকম দোকান। আর ইলিশের হাটের বাইরেই নদী থেকে প্রবেশমুখের আশপাশে বসেছে চরের নানা রকম সবজি আর ফল-ফলাদির পাসরা।
নানা অঞ্চল থেকে আসা মানুষ মাছ কেনা ছাড়াও পদ্মা সেতু পাদদেশের ভোরের এই কর্মযজ্ঞ দেখেন এমনকি ছবিও তুলে নিয়ে যান। আড়তে নিয়মিত মাছ বিক্রি করেন ভজন লাল দাস সাংবাদিকদের বলেন, ভোর বেলায় ইলিশ ঘিরে পদ্মা পারের যে কর্মচঞ্চলতা, যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। পদ্মা সেতু চালু হওয়ায় এখন দক্ষিণাঞ্চল থেকেও দ্রুত সময়ে মাছ চলে আসতে পারে। একইসঙ্গে পদ্মার অপর প্রান্তের অনেক সৌখিন ক্রেতাও সড়কপথে আসে এই হাটে।
হাটের ইলিশের বড় আড়তদার শ্রীধাম দাস বলেন, ইলিশ কিনতে আশপাশের হাটবাজারে পাইকার ছাড়াও দূরদূরান্তের বহু সৌখিন ক্রেতারা আসেন প্রতিনিয়ত। প্রতিদিনই ভিড় থাকে হাটে। তবে ছুটির দিন ভিড় আরও বেড়ে যায়। কিন্তু গাড়ি নিয়ে আসে লোকজন কিছুটা দূরে পার্কিং করে হাটে প্রবেশ করে। যেন মানুষের স্রোত নেমে যায়। তবে যারাই এই আড়তে আসেন পছন্দের মাছ কিনে খুশি হন। তাই ফিরে ফিরে আড়তে আসেন অনেকেই।
গাজীপুর থেকে আসা সৌখিন ক্রেতা মনির হোসেন সাংবাদিকদের বলেন, এত মাছের পসরা থাকে যে দেখেও ভালো লাগে। আড়তদাররা জানান, প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টায় এই হাটে বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।
জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম গণমাধ্যমকে জানান, গেল এক বছরে জেলায় ২ হাজার ৭২ টন ইলিশ উৎপাদন হয়েছে। এর বড় একটি অংশ বিক্রি হয় এই হাটে।
মাওয়া ইলিশের পাইকারি দর কেজিপ্রতি বড় ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ৭০০ থেকে ৯০০ টাকা।
এম/
আরো পড়ুন:
বঙ্গবন্ধু টানেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে: প্রধানমন্ত্রী