ক্রীড়া প্রতিবেদক, সুখবর ডটকম: মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলে ফিরেছেন মুমিনুল হক। তাঁকে জায়গা করে দিয়েছেন ইয়াসির আলী। ভারত খেলাচ্ছে তিন পেসারকে। ২০১০ সালে এখন পর্যন্ত ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলা জয়দেব উনাদকাটকে ফেরানো হয়েছে ভারত দলে। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব বাদ পড়েছেন।
ব্যাটিং নেওয়ার সময় নিজেদের চ্যালেঞ্জের কথাও জানিয়েছেন সাকিব। জানালেন, শুরুর দুই ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। তার কথা, ‘প্রথম দুই ঘণ্টা উতরে যেতে পারলে, আমাদের ভালো করা উচিত। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো, পরের দিকে স্পিনারদেরও সাহায্য করবে।’
এরপর ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানালেন, তার সিদ্ধান্তও একই রকম হতো। বললেন, ‘আমরাও তাই করতাম। উইকেটটা খানিকটা বিভ্রান্তিকর ঠেকছে। অনেক ঘাস আছে। আমি খুব বেশি হতাশ নই কারণ এই পিচ থেকে কী আশা করব সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এম/
আরো পড়ুন:
৬ জানুয়ারি চট্টগ্রাম-সিলেট ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল