বিনোদন প্রতিবেদক, সুখবর ডটকম: বলিউডের সাবেক অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা সানা খান মা হতে চলেছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ফেব্রুয়ারি মাসেই সানা খান সামাজিকযোগাযোগ মাধ্যমে ওমরাহ পালন করার পর স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সানা। সেই পোস্টে তিনি বিশেষ খুশির সংবাদ প্রকাশের ইঙ্গিতও দেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত। এবারের ওমরাহ পালন কয়েকটি কারণে খুবই বিশেষ। এসব কারণ খুব শিগগিরই সবার সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ।’
২০২০ সালের অক্টোবরে অভিনয় জগত থেকে সরে আসেন সানা খান। এর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাস সাইয়্যাদকে বিয়ে করেন তিনি। বিয়ের ৩ বছর পর সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম সন্তান]সম্ভবা হওয়ার কথা জানান সানা। তিনি আরও বলেন, জুনের শেষ দিকে সন্তানের জন্ম দেবেন তিনি।
মা হওয়ার পর কেমন লাগবে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘খুব ভালো লাগবে। আমি এর অপেক্ষাতেই আছি। সবমিলিয়ে অবশ্যই এটি ভিন্ন একটি যাত্রা। মানসিকভাবে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে।’ তবুও এ সময়কে খুব সুন্দর বলে উল্লেখ করে সানা বলেন, ‘আমি এখন কেবল আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছি।’
সূত্র: এনডিটিভি
ওআ/