আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: মাস্ক না পরে সেলফি তোলায় জরিমানা গুনতে হলো চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরাকে।
জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর এক নারী তার সঙ্গে অত্যন্ত আগ্রহ নিয়ে সেলফি তোলেন। কিন্তু সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না পিনেরা।
সমুদ্রে সৈকতে তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর সেটি নিয়ে শুরু হয় সমালোচনা। শুধু সমালোচনাই নয়, জরিমানাও গুনতে হয়েছে চিলির প্রেসিডেন্টকে। তাও একেবারে কম নয়, ৩ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকা।
চিলিতে জনসম্মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। জনসমাগম স্থলে মাস্ক পরার ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেয়া হচ্ছে। অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পরপরই তিনি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। তথ্যসূত্র: আল জাজিরা।
২৬শে মার্চ, ২০২৩ইং, ১২ই চৈত্র, ১৪২৯বাংলা
সর্বশেষ
***নিজেকে নিয়ে ভয় বা সংশয় কাটাতে কী করবেন***কেন সুপেয় পানি পাচ্ছে না বিশ্বের ২৩০ কোটি মানুষ?***মিষ্টি আলুর সালাদ তৈরি করবেন কিভাবে!***মাইক্রোওয়েভ ওভেন কিভাবে আবিষ্কার হলো?***রাসুলুল্লাহ (সা:)-এর দশটি অসিয়ত***বাবা-মা সৃষ্টিকর্তার পক্ষ থেকে সন্তানের জন্য নেয়ামত***উন্নয়ন কাজে বেড়েছে বৈদেশিক ঋণের প্রবাহ***জিপিএস ইস্পাতে চাকরির সুযোগ***কাস্টম হাউজ ৪৮ জনের চাকরির বিজ্ঞপ্তি***ইনফিনিটি কে আবিষ্কার করেন?
মাস্ক না পরে সেলফি তোলায় চিলির প্রেসিডেন্টকে ৩,৫০০ ডলার জরিমানা!
- Advertisement -
- Advertisement -
- Advertisement -