spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে ফের এফবিআই’র অভিযান

- Advertisement -

ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: বাড়িতে এবং থিঙ্ক ট্যাঙ্কে গোপন নথি পাওয়া নিয়ে বিতর্কের মধ্যে তদন্তের অংশ হিসেবে, বুধবার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রেহোবোথ বিচ, ডেলাওয়্যারের বাড়িতে একটি অভিযান পরিচালনা করে।

সে সময় এফবিআই নথিগুলোর সম্ভাব্য ভুল ব্যবস্থাপনার বিষয়ে তদন্ত করছিল।

একটি বিবৃতিতে বাইডেনের অ্যাটর্নি বলেন যে, অনুসন্ধানটি প্রেসিডেন্টের পূর্ণ সমর্থনে হয়েছে।

২০২২ সালের নভেম্বরে, বাইডেনের আইনজীবীদের কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার উইলমিংটনের বাড়ি থেকেও কিছু নথি উদ্ধার করা হয়।

গোপন নথিগুলো আবিষ্কৃত হওয়ার পর, নভেম্বরের মাঝামাঝি সময়ে, সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে অভিযান চালানো হয়।

বাইডেনের নথির তদন্ত একজন বিশেষ কাউন্সেল রবার্ট হুর দ্বারা পরিচালিত হচ্ছে।

হুর, বাল্টিমোরের একজন প্রাক্তন শীর্ষ ফেডারেল প্রসিকিউটর। তিনি এই সপ্তাহে তার কাজ শুরু করেন।

জানা যায়, ভাইস প্রেসিডেন্সি পদ ছাড়ার কয়েক মাস পর, বাইডেন ২০১৭ সালের জুন মাসে সৈকত সংলগ্ন একটি স্টেট পার্ককে উপেক্ষা করে রেহোবোথ বিচ বাড়িটি কিনে নেন।

আই. কে. জে/

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ