ডেস্ক নিউজ, সুখবর ডটকম: ভিন্ন বছরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। অবিশ্বাস্য মনে হলেও অবাক করা ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। প্রথম সন্তানের জন্ম ২০২২ সালে হলেও দ্বিতীয়টির জন্ম হয়েছে নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালে।
কালি জো স্কট। যিনি জন্ম দিয়েছেন যমজ মেয়ে সন্তানের। একজনের নাম অ্যানি জো। তার জন্ম হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে। দ্বিতীয় সন্তানের নাম এফি রোজ। তার জন্ম হয়েছে ১ জানুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে। যদিও ওই দম্পতি ভেবেছিল, বাচ্চাদের জন্ম হবে হয়তো মধ্যরাতের দিকে।
অদ্ভুত বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন কালি জো নিজেই। সঙ্গে বাচ্চা ও স্বামীর ছবি যুক্ত করে দিয়েছেন। লিখেছেন, ক্লিফ ও আমি খুবই গর্বিত যে, আপনাদের সঙ্গে অ্যানি জো এবং এফি রোজ স্কটের পরিচয় করিয়ে দিতে পেরে। তাদের একজনের জন্ম গত বছরে এবং আরেকজনের এ বছর! উভয়েই খুবই সুস্বাস্থ্য নিয়ে জন্ম নিয়েছে। আমি ও ক্লিফ এটি নিয়ে খুবই উদ্বেলিত।
এম এইচ/ আই. কে. জে/
আরও পড়ুন:
অন্যের উপকার করলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: গবেষণালব্ধ ফল