সুখবর ডেস্ক: বিশ্বের অন্যতম বিখ্যাত সিইও সুন্দর পিচাই ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছেন।
সানফ্রান্সিসকোতে গুগল এবং এলফাবেটের সিইও সুন্দর পিচাইকে এ পুরস্কার প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, তারানজিৎ সিং সান্ধু।
এ ব্যাপারে সান্ধু একটি টুইটবার্তায় লিখেন, “সুন্দর পিচাইয়ের কাছে পদ্মভূষণ পুরস্কার হস্তান্তর করতে পেরে আমি গর্বিত। তার অনুপ্রেরণামূলক যাত্রা ভারত-মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে আরো জোরদার করেছে সেই সাথে বিশ্বের কাছে ভারতীয়দের প্রতিভাকেও তুলে ধরেছে।
এই সম্মানসূচক পুরস্কার পাওয়ার পর, গুগলের সিইও একটি ব্লগ পোস্টে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সান্ধুকে ধন্যবাদ জানিয়েছেন। ব্লগ পোস্টটিতে তিনি তার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যারা তার জ্ঞান অন্বেষণের ইচ্ছাপূরণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরো বলেন যে, “ভারত আমার আত্মারই এক অংশ। আমি বিশ্বের যেখানেই যাই না কেন নিজের মনের গহীনে করে ভারতকেই সাথে নিয়ে যাই।”
তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন। ডিজিটাল লক্ষ্য পূরণে তিনি সম্প্রতি ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছেন যেন ইন্টারনেট এক্সেস আরো সহজ করা যায় এবং উন্নত প্রযুক্তিগত বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভারতের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা যায়।
ভারত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি আরো জানান যে গুগল ট্রান্সলেটরের ২৪ টি ভাষার মধ্যে ৮ টি ভাষাই ভারতের স্থানীয় ভাষা।
তিনি আরো বলেন, “আমরা ডিজিটাল দক্ষতা তৈরিতে বিনিয়োগ করছি। সরকার ও স্থানীয় সংস্থার সাথে একত্রিতভাবে আমরা ৫৫ হাজারেরও বেশি শিক্ষকের মাধ্যমে ১০ লাখেরও বেশি নারীকে প্রশিক্ষণ প্রদান করেছি। আমরা ১০ লাখেরও বেশি গুগল ক্যারিয়ার সার্টিফিকেট প্রদান করেছি।
তিনি আরো জানান, তিনি গুগল ও ভারতের মধ্যে একটি দুর্দান্ত অংশীদারিত্ব বজায় রাখতে কাজ করবেন।
আইকেজে/