আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: সম্প্রতি একটি আমেরিকান কোম্পানি মণিপুরের পর্যটন খাতের উন্নয়নে বড় অংকের বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে। সেই সাথে আর্জেন্টিনার প্রতিনিধিরা মণিপুরে ফুটবল খেলার বিকাশে আগ্রহ দেখিয়েছেন বলে জানিয়েছেন ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ হেইনগাংয়ের মারজিং পোলো কমপ্লেক্সে বি-২০ প্রতিনিধিদের জন্য আয়োজিত দর্শনীয় সফরের সাইডলাইনে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, বিজনেস ২০ (বি২০) হল বিশ্বব্যাপী ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে অফিসিয়াল জি২০ এর সংলাপ ফোরাম। বি২০ সম্মেলনের জন্য ২০ টিরও বেশি দেশের কূটনীতিক, বিদেশী শিল্প (ব্যবসা) প্রতিনিধিসহ সকল প্রতিনিধিরা ভারতের মণিপুরে এসেছেন। উত্তর-পূর্ব অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া চারটি বি২০ অধিবেশনের প্রথমটি গতকাল ইম্ফলে অনুষ্ঠিত হয়।
হেইঙ্গাং-এ, প্রতিনিধিরা মারজিং পোলো কমপ্লেক্স দেখেন, এখানে বিশ্বের সবচেয়ে উঁচু পোলো মূর্তি রয়েছে। পরবর্তীতে হেইঙ্গাং পাহাড়ের পাদদেশে পোলো গ্রাউন্ডে তারা ঐতিহ্যবাহী আরামবাই নিক্ষেপ এবং আধুনিক পোলো খেলার প্রদর্শনী দেখেন।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, বি-২০ অধিবেশনে ২৩টি দেশ প্রতিনিধিত্ব করছে। এছাড়াও ২৬ জন বিদেশী ব্যবসায়ী প্রতিনিধি এবং ২৪ জন কূটনীতিক রয়েছেন। এই প্রথম মণিপুর এমন একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।
বীরেন সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না থাকলে ভারত জি-২০ এর সভাপতিত্ব কোনদিন পেত না। এছাড়াও তিনি জানান যে, গতকাল সিটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বি২বি অধিবেশন চলাকালীন, একটি মার্কিন কোম্পানি রাজ্যের পর্যটন খাতে প্রায় ৫০০০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়াও, আর্জেন্টিনা এবং পেরুর প্রতিনিধিরা মণিপুরকে তাদের দেশে নার্স পাঠানোর অনুরোধ করেছে। তদুপরি আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী দল মণিপুরের ফুটবল দলকে সহায়তা ও উন্নত করার আগ্রহ দেখিয়েছে।
হেইঙ্গাং থেকে, প্রতিনিধিরা তারপর বিষ্ণুপুর জেলায় যান এবং সেন্দ্রা যাওয়ার আগে মোইরাং-এ ভারতীয় জাতীয় সেনা মেমোরিয়াল কমপ্লেক্স পরিদর্শন করেন।
উল্লেখ্য, আইএনএ মেমোরিয়াল কমপ্লেক্স হলো সেই জায়গা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতীয় সেনাবাহিনী প্রথম পতাকা উত্তোলন করেছিল এবং এ জায়গায় নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হয়। সেন্দ্রায়, প্রতিনিধিরা লোকটাক হ্রদে মোটর-নৌকা ভ্রমণ উপভোগ করেন। এ হ্রদ উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ।
এমএইচডি/ আই. কে. জে/
আরও পড়ুন:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো গোলাগুলি