ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: গত বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ ডিসেম্বর, ভারতীয় বিমান বাহিনী ব্রহ্মোস এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের সফল পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন যে, এসইউ-৩০ যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পর, ক্ষেপণাস্ত্রটি কেন্দ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগর অঞ্চলে তার কাঙ্ক্ষিত লক্ষ্য ভেদ করেছে। সফল পরীক্ষার মাধ্যমে, ভারতীয় বিমান বাহিনী এসইউ-৩০ যুদ্ধবিমান থেকে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে এটি ভারতকে অনেকাংশেই সাহায্য করবে।
আইকেজে /