ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: অরুণাচল প্রদেশের দশজন উশু খেলোয়াড়, দুজন কর্মকর্তার সাথে, ২৩ থেকে ২৭ জানুয়ারী সেখানে অনুষ্ঠিতব্য খেলো ইন্ডিয়া উইমেনস লিগ সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য রবিবার চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ খেলোয়াড়রা হলেন গ্যামার ইয়াতুপ, লুসি মিউলি, মেপুং লামগু, নেইমান ওয়াংসু, রিলু বু, তাগ আমা, মার্সি এনগাইমং, ইয়োর্না রোশনি, তাই ওমা এবং ওনিলু তেগা।
এ দলের কোচ হিসেবে রয়েছেন কিশেন চেটিয়া এবং ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন লিখা তাধ।