ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেংয়ের সেলা টানেল প্রকল্প তাওয়াং অঞ্চলের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) দ্বারা নির্মিত এই দুই লেনের টানেলটি ১৩,০০০ ফুটেরও বেশি দীর্ঘতম। এটি তাওয়াংকে নির্ভরযোগ্য সর্ব-আবহাওয়ায় সংযোগ প্রদান করে এবং অঞ্চলটিকে মূল ভূখণ্ডের আরো কাছাকাছি নিয়ে আসে।
সেলা টানেলের নিচে খনন করা সুড়ঙ্গটি ১২.৪ কিলোমিটারের একটি রাস্তা দ্বারা এনএইচ ১৩ মহাসড়কের সাথে সংযুক্ত এবং দিরাং এবং তাওয়াংয়ের মধ্যকার দূরত্ব ১০ কিলোমিটারের মতো কমিয়ে দেয়। প্রকল্পটির সমাপ্তির তারিখ ধার্য করা হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাস। এ প্রকল্পে ১৭৯০ মিটার এবং ৪৭৫ মিটার দৈর্ঘ্যের দুটি টানেল এবং সেইসাথে ৯৮০ মিটারের একটি এস্কেপ টিউব অন্তর্ভুক্ত রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে, শ্রী রাজনাথ সিং এই টানেলটিকে দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেন। এই টানেলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলো একত্রিত হয়েছে। টানেলটি পরিবহন সুবিধার উন্নতির মাধ্যমে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অবস্থাকে ব্যাপকভাবে উপকৃত করবে।
আই. কে. জে/