ডেস্ক নিউজ, সুখবর ডটকম: ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি নিজের লেখা নতুন বইতে বিস্ফোরক তথ্য দিয়েছেন, তিনি বইতে জানিয়েছেন, ২০১৯ সালে এক তর্কাতর্কির সময় তার বড় ভাই প্রিন্স উইলিয়াম তার শরীরে আঘাত করেছিলেন, গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে প্রকাশিত হতে যাওয়া হ্যারির বইয়ে ব্রিটিশ রাজপরিবারের নানা গোপন কথা উঠে এসেছে।
৩৮ বছর বয়সী হ্যারি তার বইতে লিখেছেন, তার লন্ডনের বাড়ির রান্নাঘরে ভাই উইলিয়াম তার স্ত্রী মেগান মার্কেলকে কর্কশ ও কঠিন বলে আখ্যা দেন। এসময় উইলিয়াম তার জামার কলার ধরেন বলেও জানিয়েছেন হ্যারি।
হ্যারি লিখেছেন, ‘সে আমার জামার কলার ধরে, নেকলেস ছিড়ে ফেলে এবং আমাকে মেঝেতে ফেলে দেয়,’ এসময় কুকুরে খাবার দেওয়া পাত্রে লেগে পিঠে আঘাত পাওয়ার কথাও লিখেছেন হ্যারি।
এই ঘটনার পর অনুতপ্ত হয়ে উইলিয়াম তার ঘর থেকে বেরিয়ে যান বলেও বইয়ে লিখেছেন হ্যারি। পরে অবশ্য উইলিয়াম নাকি ক্ষমাও চেয়েছিলেন।
সূত্র: গার্ডিয়ান
এম এইচ/
আরও পড়ুন:
জামিনে মুক্তি পেলেন ইরানের অভিনেত্রী আলিদুস্তি