সুখবর প্রতিবেদক:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সামাজিক সূচকে সাফল্যের শিখরে থাকা বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের আন্তর্জাতিক সূচকেও চমক দেখাচ্ছে।
৬ অক্টোবর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় আয়োজিত বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি বছরে ডেভেলপমেন্ট আউটলুক অনুসারে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ হবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি।
তিনি বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগ ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ফলে বিশ্বব্যাংকের প্রকাশিতব্য ‘ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০’ এর তালিকায় সবচেয়ে উন্নতিকারী ২০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
এ ছাড়া স্পেকটেটর ইনডেক্স ২০১৯ অনুযায়ী,গত ১০ বছরে মোট ২৬টি দেশের তালিকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যেও এর অবস্থান শীর্ষে।