বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয় বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েন।
শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই বিতর্ক। কয়েক দিন আগে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য।
এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। বরং গানসহ বেশ কিছু দৃশ্য সংশোধনের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। বিভিন্ন দৃশ্য কর্তনের পর সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। এ খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
সব মিলিয়ে ছবিটি আদৌ সেন্সরে ছাড়পত্র পাবে কি না, তা নিয়ে তৈরি হয় সংশয়। সত্যি সত্যি প্রথম দফায় ছবিটি আটকে দেয় ভারতীয় সেন্সর বোর্ড। পরে অবশ্য ছাড়পত্র দেয়। তবে সেন্সর পেলেও ‘পাঠান’-এর ১০টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে বোর্ড।
গানটির সমালোচকদের অনেকেই বলেছিলেন, সিনেমাটি আদৌ সেন্সর পাবে না। পেলেও ‘পাঠান’ নাম থাকবে না, বাদ পড়বে ‘বেশরম রং’ গানটিও। কিন্তু সেন্সর বোর্ড সিনেমাটির নাম নিয়ে আপত্তি করেনি, থাকছে বহুল আলোচিত গানটিও। তবে গানের বেশ কয়েকটি দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশনা এসেছে।
১০টি দৃশ্য কর্তনের আদেশের মধ্যে তিনটিই এসেছে ‘বেশরম রং’ গানের ক্ষেত্রে। সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গানটিতে দীপিকার নিতম্বের ক্লোজআপ শট ও পাশ থেকে নেওয়া শট বাদ দিতে হবে, এ ছাড়া গানের কয়েকটি শব্দ ছেঁটে ফেলারও নির্দেশনা এসেছে। তবে যে গেরুয়া রঙের বিকিনি নিয়ে এত কাণ্ড, সেটি গানটিতে থাকবে কি না, জানা যায়নি।
সেন্সর পাওয়ার পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, ১০ জানুয়ারি ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি দেওয়া হবে। ছবিটি পূর্বনির্ধারিত সময়ে অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি হিন্দি ছাড়া তামিল, তেলেগুসহ ভারতের বেশ কয়েকটি ভাষায়ও মুক্তি দেওয়া হবে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন ছাড়া সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
সত্যি কি নোরার প্রেমে মজেছেন শাহরুখপুত্র আরিয়ান!