লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: আর মাত্র কয়েক দিন পর পবিত্র শবেবরাত। ইবাদত-বন্দেগির মাধ্যমে সৃষ্টিকর্তার আশীর্বাদের আশায় পালিত হয় এই রাত। বিশেষ এ দিনের পোশাক প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রধান ডিজাইনার বিপ্লব সাহা গণমাধ্যমকে জানান, ‘দেশের সব মুসলিম ধর্মাবলম্বী ভাইদের জন্য এবারের শবেবরাতের উদ্দেশ্যে বিশেষ ডিজাইনের পাঞ্জাবিতে ২০ শতাংশ মূল্য ছাড়ের ব্যবস্থা করেছি।’
এ বছরের শবেবরাতের কালেকশনে ব্যবহার করা হয়েছে সবসময় ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল এবং স্ল্যাব কাপড়। পোশাকের মোটিফ এবং রঙের ব্যবহার প্রসঙ্গে বিপ্লব সাহা আরও বলেন, ‘আকর্ষণীয় রঙের ফ্লোরাল মোটিফ আর বিভিন্ন রঙের গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের ব্যবহার করেছি শবেবরাতের কথা মাথায় রেখেই। আর রং হিসেবে হলুদের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক রঙের ব্যবহার করেছি।’
পোশাকগুলোতে মোটিফ এবং ডিজাইন ফুটিয়ে তুলতে করা হয়েছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের মতো নান্দনিক সব মাধ্যমের ব্যবহার।
সবার জন্য শবেবরাতের এ বিশেষ ছাড়ের অফার পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে বিশ্বরঙের শোরুমে। এ ছাড়া ঘরে বসে অনলাইনে আপনার পছন্দের পোশাকগুলো কিনতে পারবেন। ওয়েব : www.bishworang.website। ফেসবুক : BISHWORANG। যোগাযোগ : ০১৮১৯ ২৫৭ ৭৬৮ এবং ০১৭৩০ ০৬৮ ০৩৬।
এম/আইকেজে /
আরো পড়ুন: