স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: এখন জার্সির কলারটা খাড়া করে, টানটান শরীর এবং গলার স্বর চওড়া করে কথা বলার মতো পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট দলের। হাঁক দিয়ে এখন তারা বলতেই পারেন বিশ্বের সব দেশকেই আমরা সিরিজ হারিয়েছি।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ময়দানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার দলের ভিন্ন এক স্পিরিট নজর কেড়েছে বলে অভিমত কোচ মিজানুর রহমান বাবুলের।
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজ হারানোর ঐতিহাসিক স্মৃতি অর্জন করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেই আনন্দে ভাসছে পুরো দেশবাসী। সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশ দল যে অন্য ব্রান্ডের ক্রিকেট খেলেছে সেটা বলার অবকাশ রাখে না।
সেই কথার সঙ্গে একমত পোষণ করেছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় কোচ মিজানুর রহমান বাবুল। ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর তিনি নিজের অভিমত জানিয়েছেন।
চোখে-মুখে চওড়া হাসি নিয়ে শুরুতেই বাবুল বলেন,
‘মাশা-আল্লাহ বাংলাদেশ অনেক ভালো খেলেছে, অনেক। বিশ্বচ্যাম্পিয়নদের এভাবে হারানো অনেক বড় ব্যাপার। দলের সবাই একসঙ্গে লড়েছে, সে কারণেই এমন ভালো পারফর্ম হয়েছে। সিরিজজুড়েই তাদের টিম স্পিরিট ছিল অন্যরকম, যেটা চোখে পড়ার মতোই।’
এরপর সাকিবের অধিনায়কত্বের কথা আলাদা করে বললেন বাবুল, ‘আমার কাছে মনে হয় সাকিব অধিনায়ক হওয়ার পরপরই একটা কাজ খুব ভালোভাবে পালন করেছে।
দলের সবাইকে একত্রিত করে তাদের পারফর্ম বের করে এনেছে সে। পাশাপাশি হাথুরুসিংহেরও ভূমিকা ছিল। মনে হয়েছে সবার ভেতরই তাড়না ছিল ভালো খেলতে হবে।’
অনেক ট্রল-সমালোচনার পর মুখে দিয়ে নয়, নাজমুল হোসেন শান্ত জবাবটা দিয়েছেন ব্যাট দিয়ে। শান্তর এমন নৈপুণ্যে বাবুল অত্যন্ত খুশি, ‘শান্ত আমাদের পরবর্তী জেনারেশন। আগামীতে কিন্তু এরাই খেলবে। তখন সিনিয়ররা যাবে, এরাই লিড করবে।
শান্ত স্কিলড প্লেয়ার। আমি তাকে ধন্যবাদ দিতে চাই, কারণ কত সমালোচনার পরও সে যেভাবে ফিরেছে তা অবিশ্বাস্য। সে নিজেকে খুব ভালোভাবেই নিয়েছে। সে এটা ধরে রাখবে আশা করি।’
এদিকে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের আনন্দ নিয়ে বলেছেন জয়ী দলের দুই পেসার তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। এছাড়া সিরিজসেরা নাজমুল হোসেন শান্তও নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ম্যাচ শেষে নিজেদের জয় উদযাপন করার ফাঁকেই তারা এ কথা জানান।
পেসার হাসান মাহমুদের অবশ্য দু’বার জস বাটলারকে প্যাভিলিয়নের পথ ধরাতে পেরে বেশি ভালো লেগেছে। তিনি বলছিলেন, ‘জয়ের মতো আনন্দ আর কিছুতেই নেই।
সবমিলিয়ে বলব আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে সিরিজ শেষ করেছি। বাটলারকে আউট করেছি দু’বার, এটা ভালো লেগেছে অবশ্যই। সামনে আয়ারল্যান্ড সিরিজ রয়েছে, সেখানে এখনকার মতো প্রসেসে আগাবো। দোয়া করবেন।’
এসি/ আই. কে. জে /
আরো পড়ুন:
ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো টাইগাররা