স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: গতবারও আগেভাগে বিদায় হয়েছিল। আরও একবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জার্মানির সামনে। জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।
কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১-২ গোলে হেরে শুরুতেই বিদায়ের আতঙ্ক চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান শিবিরে। আজ রবিবার দিবাগত রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি।
টমাস মুলারদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছে অনেকটাই আজকের ম্যাচের উপরে। যদিও চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছিল স্পেন। ৭-০ গোলে দারুণ জয়ের পর শেষ ষোলো একপ্রকার নিশ্চিত করে রেখেছে স্পেন।
দুই বছর আগে উয়েফা নেশন্স কাপে জার্মানিকে ৬-০ হারিয়েছিল লুইস এনরিকের দল স্পেন। ২০১০ সালের বিশ্বকাপেও স্পেন জিতেছিল ১-০ ব্যবধানে। জাপানের কাছে জার্মানি হারার পর প্রবল চাপে রয়েছে। তবে স্বস্তিতে নেই স্পেন কোচ এনরিকও।
অন্যদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে তারুণ্যনির্ভর স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়টিই পেয়েছে এবার।
স্পেনের কোচ লুইস এনরিকে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। জার্মানির মত দলকে কিছুতেই বাতিলের খাতায় রাখতে রাজি নন তিনি। এনরিকে বলেন, ‘জার্মানি এমন একটা দল যারা সবসময় আক্রমণ করে খেলতে চায়। অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে চাইবে। আমাদের হারানোর সামর্থ্য তাদের আছে। তবে আমরা মাটিতে পা রেখে আক্রমণাত্মক ফুটবলই খেলব।’
চোট কাটিয়ে জার্মান দলে ফিরছেন লেরয় সানে। অধিনায়ক ম্যানুয়েল নুয়ার জানালেন, তারা ভালোভাবেই বুঝতে পারছেন এই ম্যাচের গুরুত্ব কতটা। তিনি বলেন, ‘আরেকটি ভুল মানে বিদায়। তবে রোববারের ম্যাচটিকে আমি সুযোগ হিসাবে দেখছি।’
যান্ত্রিক ফুটবল এবার তিকিতাকার সামনে টিকবে কিনা, সেটার জবাব পাওয়া যাবে আজ রাতেই!
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা(২৭ নভেম্বর ২০২২)