ডেস্ক নিউজ, সুখবর ডটকম: জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। অনুরাগীদের নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, তার গান এবং চোখ বন্ধ হয়ে আসছে। মুখের একটা দিক অবশ হয়ে গেছে। কোনো কাজ করছে না।
এরপর ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেন জাস্টিন বিবার। প্রিয় গায়কের অসুস্থতার খবর শুনে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান ভক্তরা। তবে সুখবর হলো, তিনি এখন খানিকটা সুস্থ।
সম্প্রতি নতুন এক তথ্য সামনে এসেছে। বিবারে স্ত্রী মডেল-অভিনেত্রী হেইলি বিবারও অসুস্থ হয়েছিলেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে মিনি স্ট্রোক হয়ে গিয়েছিল তার।
পিপল ম্যাগাজিনে হেইলি নিজেই জানিয়ে ছিলেন যে, গত বছর তিনি স্বাস্থ্য নিয়ে অতি সংকটে ছিলেন। ২০২২ সালের মার্চ মাসে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে একটি মিনি-স্ট্রোকের শিকার হন। এরপরে তিনি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারতে ভুগছিলেন।
হেইলি বলেন, ‘আমি অনেক দুশ্চিন্তার সঙ্গে সংগ্রাম করেছি। আমি কখনও এটি অনুভব করতে চাই না। প্রথম কয়েকবার সুস্থ হয়ে ফিরে আসার পরেও আমার জন্য কিছুটা অদ্ভুত অনুভূতি হয়েছিল।’
এম এইচ/
আরও পড়ুন:
ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাবেন টেনিস কিংবদন্তি মার্টিনা