ডেস্ক নিউজ, সুখবর ডটকম: বিয়েতে কতকিছুই তো উপহার দেওয়া হয়। কিন্তু এবার পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ নববধূকে গাধা উপহার দিয়ে অবাক করে দিয়েছেন তার বন্ধু-স্বজনদের। সম্প্রতি পাকিস্তানি দুই ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়ে হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান ও বরিষা। বিয়ের অনুষ্ঠানে নববধূকে ছোট একটি গাধা উপহার দিয়েছেন আজলান। এ ঘটনার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
এ ধরনের উপহার দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন আজলান শাহ। জানিয়েছেন, বরিষা যে বাচ্চা গাধা পছন্দ করে, তা তিনি জানতেন। তাই তার পক্ষ থেকে বরিষার জন্য এই উপহার দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাচ্চা গাধাটিকে সেটির মায়ের থেকে আলাদা করা হয়নি। বাচ্চাটির সঙ্গে সেটির মাকেও নিয়ে আসা হয়েছে।
প্রিয় মানুষের থেকে পছন্দের উপহার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন নববধূ বরিষা। তিনি গাধাটিকে আদর করেন, মাথায় হাত বোলান। তারা গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’।
এম এইচ/ আইকেজে /
আরও পড়ুন:
সত্যি কি নোরার প্রেমে মজেছেন শাহরুখপুত্র আরিয়ান!