নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া নতুন ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি ‘ধ্রুবতারা’ নাম পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নাম দিয়েছেন বলে রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের প্রথমটিই হল ধ্রুবতারা। এটি ২৪ নভেম্বর বিমান বহরে যুক্ত হচ্ছে।
তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হলে বিমান তার আভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট বাড়াতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ মোট ৭৪ আসনের উড়োজাহাজ।
“পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে।”
রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের বহরে নতুনটিকে নিয়ে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯। তারমধ্যে ১৪টি নিজস্ব এবং ৫টি ভাড়ায় আনা।
নিজস্ব ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে চারটি বোয়িং৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮ , দুটি বোয়িং ৭৮৭-৯, দুটি বোয়িং ৭৩৭ এবং দুটি ড্যাশ-৮।