spot_img
26 C
Dhaka

২৩শে মার্চ, ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯বাংলা

বিভিন্ন ক্ষেত্রে সফল ১৭ নারী পুরস্কৃত

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ১২ মার্চ শুক্রবার হয়েছে ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ শীর্ষক অনুষ্ঠান। বিকেল ৩টায় মূল অনুষ্ঠান উদ্বোধন করেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এতে ভার্চুয়ালে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা : দীপু মনি।

অনুষ্ঠানে ১৭টি ক্যাটগরির মধ্যে- করপোরেট প্রফেশনাল ক্যাটাগরিতে পারিশা শামিম, কন্ট্রিবিউশন ইন এডুকেশনে মানজুমা মজুমদার, ওয়েডিং ইভেন্ট প্ল্যানারে রাবেয়া রহমান লাকী, ইভেন্ট অর্গানাইজার হিসেবে পারশা ফাতেমা নবী ইসমাইল, বেকার ক্যাটাগরিতে শাহিন আকতার, মেকআপ আর্টিস্ট হিসেবে মারিয়া মৃত্তিক, ফ্যাশন ডিজাইনারে মৌসুমী কবির, মডেস্ট ক্লোথিংয়ে নুসরাত চৌধুরী, ফটোগ্রাফার ক্যাটাগরিতে ইসরাত আমিন, রেস্টুরেন্টার ক্যাটাগরিতে শারমিন শাহেদ, কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে নাম্রাতা খান, পাইওনির ইন হারবাল প্রোডাক্ট ক্যাটাগরিতে তানিয়া হক শর্মী, জুয়েলারী ডিজাইনার হিসেবে পান তাসনিম নাজ, বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি মনজুরী মল্লিক, কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রিতে তানিয়া ওয়াহাব, ইনফ্লুয়েন্সার হিসেবে উম্মে সুমাইয়া এবং পাইওনির ইন ব্রাইডাল কনসালটেন্সি ক্যাটাগরিতে সিলভি মাহমুদ পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন ‘একটি বিষয় শেয়ার করতে চাই- সেটা হচ্ছে, আমাদের ১১ ভাই-বোনদের মানুষ করেছেন আমার মা। যে পরিশ্রম তিনি করেছেন তা বলে শেষ করা যাবে না। পরিবারের মধ্যে সবার ছোট ছিলাম আমি। কিভাবে আমাদের মানুষ করবেন তা নিয়ে মা সারাক্ষণ ভাবতেন, আমাদের সকল ভাই-বোনদের তিনি নিজে প্রতিষ্ঠিত করেছেন।’

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা : দীপু মনিও এই অনুষ্ঠানের সফলতা কামনা করার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য দেন।

এ সময় অনুষ্ঠানটির আয়োজক কমিটির পক্ষ থেকে উইমেন লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, কে এস গ্রুপের সিইও নুসরাত চৌধুরী, উইম্যান ক্যানের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন নাম্রাতা খান, ডিজিটাইকনের ডিরেক্টর নাবিলা করিম, এম এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মজুমদার, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ এবং জাজ মাল্টিমিডিয়ার কনসালটেন্ট রমিম রায়হান উপস্থিত ছিলেন।

শুক্রবারের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার ৩ আসনের সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের কন্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা, রেড বিউটি স্টুডিও অ্যান্ড সেলুন এবং উজালা লিমিটেডের কর্ণধার আফরোজা পারভীন, ডিভাইন বিউটি লাউঞ্জের ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা খান, আনুখির ডিজাইনার হুমায়রা খান, বিবিয়ানা ফ্যাশন হাউজের কর্ণধার লিপি খন্দকার, টিভি ব্যক্তিত্ব শর্মিলী আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে ছিলো জয়া, জাডা বাই মৌসুমী কবির, আফরিন, আজরিনা’স ওয়ারড্রব, ডেকরে দ্য ইভেন্টসিয়া,দ্য পারপার্লস বাই জাজ। ফটোগ্রাফিতে আর্টল্যান্ড, মেকওভারে প্রিভে বাই নাহিলা  হেদায়েত, হেলথে ল্যাবএইড, গিফটে মুন্নু সিরামিক, লাক্স বাংলাদেশ, এক্সকুলুসিয়া, জুয়েলারী পার্টনার আলভী জুয়েলার্স, রিফ্রেশমেন্টে ইস্পাহানী জেরিন প্রিমিয়াম টি অ্যান্ড ফিউশন হান্ট, স্কিনকেয়ারে সিনিকেয়ার, ওয়ারড্রব জেকে ফরেন ব্র্যান্ড, ডিজিটাল পার্টনারে ডিজিটাইকুন, স্ট্যাজিকে ঢাকা টকিজ, হসপিটালিটিতে দ্য ওয়েস্টিন ঢাকা, মিডিয়া পার্টনারে চ্যানেল আই, ম্যাগাজিনে আইস টুডে, ক্যানভাস, রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও ধ্বনি।

অনুষ্ঠানে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার চমৎকার পরিবেশনা, সংগিতশিল্পী কনার গান সকলকে মুগ্ধ করে। এছাড়া দেশের টপ মডেলদের নিয়ে ছিল জমকালো ফ্যাশন শো। এটি কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। ড্যান্স পরিবেশনায় ছিলো ঈগলস।

ল্যাবএইড-এর হেলথ সেশন ক্যাম্পসহ অনুষ্ঠান প্রাঙ্গনে ছিল বেশ কিছু নারী উদ্যোক্তাদের স্টল। এ অনুষ্ঠানের পাওয়ার্ড বাই হিসেবে ছিল- রুপায়ন সিটি, সার্পোটেড বাই দারাজ বাংলাদেশ। ইন পার্টনারশিপ উইথ পিউয়িরিটি, ইন অ্যাসোসিয়েশন উইথ উইমেন ক্যান।

আজ শেষ দিন শনিবার ১৩ মার্চের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএ-এর সভাপতি এবং মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুহানি সালসাবিল।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ