নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: গত এক বছরে দেশে গরু, ছাগল, মহিষ ও হাঁস-মুরগির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে প্রকাশিত ‘কৃষি শুমারি ২০১৯’-এর রিপোর্ট প্রকাশ হয়। কৃষি শুমারির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ১৩ এপ্রিল পর্যন্ত পরিচালিত শুমারিতে জমির মালিকানা, জমির ধরন ও ব্যবহার, ফসল, কৃষিতে কর্মসংস্থান, কৃষি যন্ত্রপাতি, প্রাণিসম্পদের তথ্য উঠে এসেছে।
শুমারির তথ্যানুযায়ী, ২০১৮ সালে সারা দেশে গরু ছিল ২ কোটি ৫৬ লাখ, ২০১৯ সালে যা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৪ লাখে। অর্থাৎ, এ সময়ে গরুর সংখ্যা বেড়েছে ৩৮ লাখ। একইভাবে ২০১৮ সালে দেশে ছাগলের সংখ্যা ছিল ১ কোটি ৬৩ লাখ, ২০১৯ সালে তা বেড়ে ১ কোটি ৯৫ লাখ হয়েছে। এ সময় ছাগলের সংখ্যা বেড়েছে ৩২ লাখ।
এ ছাড়া মহিষের সংখ্যা ৯৫ হাজার বেড়ে ৬ লাখ ৩৬ হাজার ৯২৬টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে ২০১৮ সালে দেশে হাঁস-মুরগির সংখ্যা ছিল ৯ কোটি ৭৮ লাখ, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৯৪ লাখ।
অনুষ্ঠানে জরিপের প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশে সাধারণ খানা বাড়লেও কৃষি খানা তেমনটা বাড়েনি। তবে আউশ ফসলের চাষের অধীন জমি কিছুটা হ্রাস পেলেও আমন, বোরো, আলু, গম, ভুট্টা, পাট ইত্যাদি ফসল চাষের অধীন জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও বলেন, দেশে নিট আবাদি জমির পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ৮১ হাজার একর। মাছ চাষে ব্যবহৃত জমির পরিমাণ ১২ লাখ ১২ হাজার ১০৭ একর, যার মধ্যে ৬ লাখ ৮১ হাজার একরই পুকুর।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে শুমারি রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
এম/ আইকেজে /
আরো পড়ুন:
প্রধানমন্ত্রীর হাতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র