ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: গ্রিড ব্যর্থতার ফলে পাকিস্তানে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। ফলে দেশটির টেক্সটাইল খাত ইতিমধ্যেই ৭০০ লাখ মার্কিন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
দেশটির তিনটি প্রদেশে ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমগ্র পাকিস্তানের কলকারখানা বন্ধ হয়ে যায়।
অল পাকিস্তান টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (এপিটিএমএ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আরশাদ খান এ ব্যাপারে বলেছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে।
জানা যায়, সরকার নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে ব্যর্থ হলে টেক্সটাইল শিল্পের অর্থনৈতিক ক্ষতি কোটি কোটি টাকায় পৌঁছাবে।
গত সোমবার সকাল ৭:৩৪ টার দিকে বিদ্যুৎ বিভ্রাটের ফলে করাচি, লাহোর, কোয়েটা এবং ইসলামাবাদসহ অনেক শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত মঙ্গলবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাগরিকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিদ্যুৎ বিভ্রাটের কারণ নির্ণয়ের পাশাপাশি দায় নির্ধারণে তদন্তের নির্দেশ দেন তিনি।
ইসলামাবাদে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং করাচিতে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে প্রায় ১৬ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়।