ডেস্ক নিউজ, সুখবর ডটকম: চাকরির আবেদন তো দেখেছেন অনেকেই। কিন্তু বিকিনি পরে চাকরির আবেদন করতে দেখেছেন কখনও? এইরকমই এক অদ্ভুত পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার চাকরির সন্ধানে বিকিনি পরেই সোশ্যাল মিডিয়ায় আবেদন করলেন এক মহিলা। লন্ডনের বাসিন্দা ২৪ বছরের টেডি সোয়ান চাকরির আবেদন করে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই পোস্টের ছবিকে ঘিরেই ঝড় ওঠে সামাজিক মাধ্যমে।

টেডি তার পোস্টে লিখেছেন গত ৬ সপ্তাহ ধরে একটি বারে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু বর্তমানে তিনি আরও একটি চাকরি খুঁজছেন। টেডি পোস্টে তার অভিজ্ঞতা সম্পর্কেও লেখেন। টেডি ফার্মেসি, রিটেইল, চাইল্ড কেয়ার নার্স এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারেরও কাজ করেছেন, তা নিজের পোস্টেই উল্লেখ করেন তিনি।
কিন্তু চাকরির আবেদনের মধ্যে বিকিনি পরা ছবি দেখেই হতবাক হয়েছেন নেটিজেনরা। টেডির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন চাকরির আবেদনে এই ধরনের ছবি দেওয়া একদমই উচিৎ হয়নি টেডির।
এম এইচ/ আই. কে. জে/
আরও পড়ুন:
নারীর পেটের ভেতর মিলল ডাক্তারের গামছা, তদন্তের নির্দেশ