নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: বিএনপির গণমিছিলের কর্মসূচি পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিলের কারণে তাদের আহ্বানে সাড়া দিয়ে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করা হবে না।
তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে আগামী ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। তবে শুধু ঢাকাতে নয়, সারা দেশে একইদিন কর্মসূচি পালিত হবে।
এর আগে ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সারাদেশে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় বিএনপিকে কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ জানান ওবায়দুল কাদের।
বিএনপি সূত্র জানায়, ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর যুগপৎভাবে গণমিছিল কর্মসূচি পালনে সমমনা দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বিএনপি। গত সোমবারই বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় হয়।
এম/
আরো পড়ুন:
পর্যটন শিল্পে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর