নিজস্ব প্রতিবেদক, সুখবর বাংলা: আগামী ১৫ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ঃ৩০ টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে বাতিঘরের নতুন নাটক “মাংকি ট্রায়াল”-এর ৩য় প্রদর্শনী মঞ্চায়িত হতে যাচ্ছে।
মূল: জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি। মঞ্চরুপ ও নির্দেশনা: মুক্তনীল।
নাটকের সারসংক্ষেপ
১৯২৫ সালে আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস-এর ওপর বাটলার আইন লঙ্ঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই.কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্রাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
গল্পটি ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা “স্কোপস্ মাংকি ট্রায়াল”-এর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
আরো পড়ুন:
ভারতে সেরা অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেলেন সজল