spot_img
29 C
Dhaka

২৫শে মার্চ, ২০২৩ইং, ১১ই চৈত্র, ১৪২৯বাংলা

সর্বশেষ
***বাংলাদেশে গণহত্যা : জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান***শ্রীলঙ্কায় আইএমএফ চুক্তি বাস্তবায়ন, চীনপন্থী শক্তিকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন রনিল?***ইফতারে দেরি না করার পুরস্কার ও ফজিলত***অধিনায়কত্বের অভিষেকে এমবাপ্পের জোড়া গোল***আবুল খায়ের গ্রুপে এরিয়া ম্যানেজার পদে চাকরির সুযোগ***বিকাশে একাধিক পদে চাকরির সুযোগ***এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ দিচ্ছে নাসা গ্রুপ***অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে এপেক্স ফুটওয়্যার লিমিটেড***দুর্দান্ত এই উপায়ে এক গাছেই হবে নানা রকমের জবা ফুল***জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন রোধে জাতিসংঘের সুপারিশ কার্যকর করার অনুরোধ চীনকে

বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত বিএনপির পদযাত্রা আজ

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: আন্দোলন-সংগ্রাম কিংবা মর্যাদার দিক দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট ঢাকা মহানগর। রাজনীতির কেন্দ্রবিন্দু এই সংগঠনকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিএনপি। উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত করে তৃণমূল থেকে ঢেলে সাজানোর প্রক্রিয়া এখনও চলমান। গত বছরের মধ্যভাগ থেকে শুরু হওয়া আন্দোলনে এই প্রক্রিয়ায় বেগ পেতে হচ্ছে। একদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন অন্যদিকে সাংগঠনিক তৎপরতা নিয়েই ব্যস্ত সময় পার করতে হচ্ছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে মহানগরকেন্দ্রিক নতুন কর্মসূচি। ফলে হিমশিম খেতে হচ্ছে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে।

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে নিঃশব্দ পদযাত্রার চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলটি। আজ শনিবার বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে এবং ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে শেষ হবে। মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ, একই সঙ্গে উজ্জীবিত। আর চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে বিএনপির নেতাকর্মীরা অভ্যস্ত।

দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, বিএনপির চলমান আন্দোলনকে সফল করতে মহানগর বিএনপির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এম/

আরো পড়ুন:

বিএনপির দুর্নীতি নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন সজীব ওয়াজেদ জয়

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ