নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর অবিভক্ত বাঙালি জাতির পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামকে “জাতীয় কবি” ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে দুই বাংলার কবি, সাহিত্যিক ও শিল্পীদের নিয়ে দেশের অন্যতম নজরুলীয় সংগঠন ‘বাঁশরী’ আয়োজন করেছে “নজরুল আমার জাতীয় কবি” শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি ধানমণ্ডির কবিভবন তথা কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ২০ ডিসেম্বর, ২০২২, মঙ্গলবার, বিকেল ৫:০০টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খিলখিল কাজী, কবি নাতনি ও সদস্য- কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টিবোর্ড।
সভাপতিত্ব করবেন জাকীর হোসেন, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট। সবশেষে দুই বাংলার বরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে থাকবে জাতীয় কবির রচিত কবিতা, প্রবন্ধ ও সংগীত পরিবেশনা।
‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ডঃ ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান সকল দর্শক-শ্রোতাকে ‘বাঁশরী’ আয়োজিত “নজরুল আমার জাতীয় কবি” শীর্ষক অনুষ্ঠানটি উপভোগ করার মাধ্যমে নজরুলের সৃষ্টিকর্ম তথা অল্পশ্রুত এবং স্বল্পগীত গান ও কবিতা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের ছড়াগানের তালে নাচলো আদ্রিতা যারা ও আবৃতা সারা (ভিডিও)