সংস্কৃতি প্রতিবেদক, সুখবর বাংলা: ‘বাঁশরী’ নিবেদিত বছর জুড়ে নজরুল এর নিয়মিত বিশেষ অনুষ্ঠান স্বল্পশ্রুত এবং স্বল্পগীত গান ও কবিতার আসর বাঁশরীর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে আজ ১২ জানুয়ারী, ২০২৩, ২৮ পৌষ-১৪২৯ বৃহষ্পতিবার রাত ১০টায় (ভারতীয় সময় রাত ৯:৩০) টায়।
আজ জাতীয় কবির স্বল্পগীত গান নিয়ে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকা থেকে বিশিষ্ট সংগীতশিল্পী মুন্নী কাদের। মুন্নী কাদের বাংলাদেশ বেতার ও টেলিভিশেনের একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী।
‘বাঁশরী’র প্রতিষ্ঠাতা, পরিকল্পক ও সভাপতি ডঃ ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অল্পশ্রুত এবং স্বল্পগীত গান ও কবিতাসমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠান দেখতে নিচের লিংক এ ক্লিক করুন
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
৪৯-এ ফের বিয়ের পিঁড়িতে হৃত্বিক!