spot_img
20 C
Dhaka

৪ঠা ডিসেম্বর, ২০২২ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

বদলে গেল বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের ভেন্যু

- Advertisement -

ক্রীড়া ডেস্ক, সুখবর ডটকম: ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরে শুরু হতে যাওয়া সে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেছে ভেন্যু।

কয়েকদিনের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুদলের খেলা। এই সিরিজের তিনটি ওয়ানডেই হওয়ার কথা ছিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে, পরিবর্তন এসেছে সে পরিকল্পনায়। শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর শুরু হবে ২ টেস্টের সিরিজ। যার প্রথমটি ১৪ ডিসেম্বর শুরু  হবে চট্টগ্রামেই। তাই দ্বিতীয় ওয়ানডে খেলেই দুদল যাবে চট্টগ্রামে। ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট খেলেই ফের ঢাকায় ফিরবে দল।

এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারত। শিগগিরই বাংলাদেশও দল ঘোষণা করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সে সিরিজে দারুণ বোলিংয়ে টানা দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকার করেছিলেন নবাগত মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।

এম/

আরো পড়ুন:

সাদিও মানেহীন সেনেগালের মুখোমুখি ডাচরা

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ