নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজের উজানে তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। নীলফামারীর এক ব্যক্তির কাছে মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) তিস্তা নদীতে জেলের বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দোয়ানী সাধুর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
সংশ্লিষ্টরা জানায়, এ মৌসুমে তিস্তা নদীতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও পানি নেই। তিস্তা ব্যারেজ এলাকায় পানির গভীরতা বেশি থাকায় জেলের জালে ধরা পড়ছে ছোট বড় রুই, কাতলা, বৈরালী, বোয়াল, বাঘাইড়, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ।
মৎস্যজীবী সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির দাম প্রতি কেজি এক হাজার ৬শ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনেন বলে তিনি দাবি করেন।
তিস্তা ব্যারেজ এলাকার জেলে কদম আলী বলেন, ভোরে কয়েকজন জেলে ব্যারেজের উজানে গিয়ে ২০ কেজি ওজনের মাছটি ধরেন। মাছটি বাজারে নিয়ে গেলে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী তা কিনেন।
এম এইচ/ আইকেজে /
আরও পড়ুন:
টিসিবির পণ্য বিক্রি দুপুরে শুরু