বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্টের জন্ম এই দিনে বেথেলহেমে। দিনটিকে সারা বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতো অন্যরাও উৎসবে সামিল হয়েছেন শুভেচ্ছা আদান-প্রদানের মাধ্যমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশের বিভিন্ন মাধ্যমের তারকারা।
ঢালিউডের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ বড়দিন। দিনটি আপনার পরিবারের জন্য হোক সুখের ও আনন্দের।’
বাংলা সিনেমার লাস্যময়ী নায়িকা পূজা চেরী বড়দিন উপলক্ষে জমকালো এক পোশাকে নিজেকে মেলে ধরেছেন। কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’
ছোটপর্দার বড়তারকা মেহজাবীন চৌধুরী ক্রিস্টমাসের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এই দিনে তিনি নেট মাধ্যমে হাস্যোজ্জ্বলভাবে নিজেকে মেলে ধরেছেন সান্তা ক্লজের ছবি সম্বলিত একটি রঙিন সোয়েটারে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বছরের এই দিনটি আমাকে আবেগপ্রবণ ও আশাবাদী করে তোলে। শুভ বড়দিন।’
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া তাদের শুভেচ্ছা পেয়ে নেটিজেনরা বেশ আপ্লুত। অনুরাগীরা লাইক, কমেন্টের মাধ্যমে তা প্রকাশ করেছেন। অনেকে তাদেরও এই দিনটি উপলক্ষে জানিয়েছেন শুভেচ্ছা।
ওআ/