স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: তৃতীয় দিনের খেলা শেষে বোঝা যাচ্ছিল, মেলবোর্নের বক্সিং ডে টেস্ট বড় ব্যবধানে হারতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেটাই সত্য হলো। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ও ১৮২ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল অজিরা।
আজ বৃহস্পতিবার চতুর্থ দিনে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সারেল এরউই ও থিউনিস ডি ব্রুইন। দলীয় ৪৭ রানে সাজঘরে ফেরেন সারেল (২১)। এরপর আর প্রতিরোধ করতে পারেনি সফরকারীরা। টেম্বা বাভুমার অর্ধশতকে পরাজয়ের ব্যবধান কমায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা সর্বোচ্চ ৬৫ রান করেন।
এ ছাড়া উইকেটকিপার কাইল ভেরেইন করেন ৩৩ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়া। এর আগে প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
এর জবাবে ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি আর অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জনি মুলাঘ পদক পান ম্যাচসেরা ডেভিড ওয়ার্নার। আগামী ৪ জানুয়ারি সিডনিতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা (২৯ ডিসেম্বর ২০২২)