ক্রীড়া প্রতিবেদক, সুখবর ডটকম: এক মৌসুম পর আবারও ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তাদের প্রতিপক্ষ ফর্টিস এফসি। মুন্সিগঞ্জে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। একই সময় গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে মুক্তিযোদ্ধা সংসদ।
ভেন্যু পছন্দ না হওয়ায় গেল মৌসুমে ফেডারেশন কাপের আগে বেঁকে বসেছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলায় এবারের মৌসুমে খেলার ছাড়পত্র পেয়েছে কিংস। বিশ্বকাপ ফুটবলের মাঝেই শুরু হওয়া প্রিমিয়ার লিগে এখনো বসুন্ধরার রাজত্বে হানা দিতে পারেনি কেউ। ফেডারেশন কাপেও সে ধারা ধরে রাখতে চায় অস্কার ব্রুজনের ছাত্ররা।
মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপ জিতে বৃহস্পতি তুঙ্গে কিংসের। এ মৌসুমে ট্রেবল জয়ের অধরা স্বপ্নপূরণে মরিয়া ডোরিয়েলটনরা। ফেডারেশন কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কিংসের সামনে ফর্টিস। মাত্রই লিগে দেখা হয়েছে দুদলের। সেখানে সুখস্মৃতি আছে কিংসের। ২-০ গোলের জয় পেয়েছে বসুন্ধরার দলটি।
এ মৌসুমে কিংসের হয়ে উড়ছেন ব্রাজিলিয়ান মিগুয়েল, ডোরিয়েলটন, রবসন রবিনিয়ো। পাশাপাশি দেশীয় রাকিব, তপুরাও দলের জয়ে ভূমিকা রাখছেন। প্রতিপক্ষ ফর্টিস লিগে হেরে যাওয়ায় ফেডারেশন কাপে কিংসকে হারিয়ে সে আক্ষেপ ঘোচাতে চায়। তবে বসুন্ধরার দাপটের কাছে সেটা কঠিন হলেও জায়ান্ট বধে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ফর্টিস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে, মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা। ম্যাচের আগে একই মেরুতে অবস্থান দুদলের। প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা নিজেদের শেষ ম্যাচে শেখ রাসেলের কাছে ৪-২ গোলে হেরে এসেছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে, শেখ জামাল ৩-২ গোলের হারের তিক্ততা দিয়েছে মুক্তিযোদ্ধাকে।
গত মৌসুমটাও একেবার ভালো কাটেনি চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধার। লিগে শেষ ম্যাচে হারের আক্ষেপ ফেডারেশন কাপে জয় দিয়ে কাটাতে চায় দুদলই।
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা (২৭ ডিসেম্বর ২০২২)