ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের ১৭তম সংস্করণের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দেরকে বিদেশের মাটিতে ভারতের আদর্শ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে, দেশের উন্নয়নের যাত্রায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা বিদেশের মাটিতে ভারতের ঐতিহ্যকে উপস্থাপন করছে। তাদের ভূমিকা বৈচিত্র্যময়। তারা বিদেশিদেরকে যোগব্যায়াম, আয়ুর্বেদ, কুটির শিল্প এবং হস্তশিল্পের সাথে পরিচিত করিয়ে দিয়েছে, যা ভারতের সংস্কৃতির অংশ।
প্রবাসীদের পরবর্তী প্রজন্মও তাদের মা-বাবার জন্মভূমি সম্পর্কে জানতে আগ্রহী।
তিনি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবং তাদেরকে প্রবাসীদের ভূমিকা জানানোর জন্য প্রবাসীদের অবদানের কথা নথিভুক্ত করার আহ্বান জানান।
তিনি মধ্যপ্রদেশের প্রশংসাও করেন এবং ভারতীয় প্রবাসীদেরকে এ রাজ্যের বেশ কয়েকটি ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান পরিদর্শন করার আহ্বানও জানান।
উজ্জয়িনের বিখ্যাত নর্মদা নদী এবং মহাকালেশ্বর মন্দিরের মহাকাল লোকের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
ইন্দোরের প্রশংসা করে মোদি বলেন, ইন্দোর শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়েই এগিয়ে আছে তা কিন্তু নয়, বরং রাজ্যটি তার ঐতিহ্যের দিকেও খেয়াল রাখে। ইন্দোরের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং যারা একবার এগুলোর স্বাদ গ্রহণ করেছে তারা কখনই অন্য কিছুর দিকে ফিরে যাবে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সুরিনাম প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি চন্দ্রিকাপারসাদ সান্তোখি বলেছেন, ভারত আঞ্চলিক এবং বৈশ্বিক দিক দিয়ে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে।
সুরিনাম ক্যারিবিয়ান দেশে হিন্দি ভাষার প্রচারের জন্য ইনস্টিটিউট স্থাপন করে স্বাস্থ্য, আর্থিক খাত এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে অংশীদারিত্ব চেয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলি মহামারী চলাকালীন মোদির প্রচেষ্টার প্রশংসা করেন।
ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে অভিহিত করে, ইরফান আলি স্মরণ করেছেন কীভাবে দেশটি তার প্রয়োজনের সময়ে কোভিড ভ্যাকসিন এবং ওষুধ দিয়ে তাদের সাহায্য করেছিল।
তিনি আরও জানান যে, গায়ানায় ভারতের বেসরকারি খাতের জন্য ব্যাপক সুযোগ রয়েছে।
আই.কে.জে/