spot_img
25 C
Dhaka

৩০শে মার্চ, ২০২৩ইং, ১৬ই চৈত্র, ১৪২৯বাংলা

প্রবাসী আয়ে বড় উত্থান : সরকারের দেয়া প্রণোদনাই প্রধান কারণ

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ৯২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বাংলাদেশে এসেছে। যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ৪০ লাখ ডলার। আর গত আগস্টের প্রথম ১০ দিনে এসেছিল ৫৭ কোটি ২০ লাখ ডলার। ফলে সব হিসাবেই প্রবাসী আয়ে বড় ধরনের উত্থান ঘটেছে চলতি মাসের প্রথম ১০ দিনে।

করোনা মহামারীর মধ্যেও প্রবাসী আয়ের এ উত্থানের পেছনে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। তারা বলছেন, আগে দেড় হাজার ডলারের বেশি প্রবাসী আয় এলে সরকারের দেয়া ২ শতাংশ প্রণোদনা নিতে আয়ের সপক্ষে নথিপত্র জমা দিতে হতো। এখন কোনো নথি ছাড়াই ৫ হাজার ডলার আয়ের বিপরীতে প্রণোদনা মিলছে। এতে বৈধ আয়ের পাশাপাশি অন্য টাকাও দেশে আসছে। আর প্রবাসী আয়ের টাকা নিয়ে কেউ কোনো প্রশ্নের মুখেও পড়ছে না।

আবার বিদেশে যাতায়াত কম থাকায় হাতে হাতে আয় আসা বন্ধ হয়ে গেছে। করোনা ও বন্যার কারণে সাহায্য-সহযোগিতাও আসছে। সব মিলিয়ে আয় বাড়ছে।

জানা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড ২৬০ কোটি ডলার আয় আসে। আর গত আগস্টে আয় আসে ১৯৬ কোটি ডলার। ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে মোট ১ হাজার ৮২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে আসে। ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় যা ১৭৯ কোটি ডলার বা ১০ দশমিক ৮৮ শতাংশ বেশি।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ