নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মার্চ অথবা এপ্রিল মাসে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম।
বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত।
বৈঠক শেষ হওয়ার পর এম. নজরুল ইসলাম জানান, রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।
গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।
সূত্র: বাসস।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
ইজতেমায় বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা : আইজিপি