spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

প্রথম এসসিও গেমস আয়োজকের ভূমিকায় থাকতে চায় রাশিয়া

- Advertisement -

ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: রাশিয়াকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর জন্য প্রথমবারের মতো গেমসের আয়োজন করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার ক্রীড়া মন্ত্রী।

এসসিওতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া উন্নয়নের দায়িত্বে থাকা মন্ত্রণালয় প্রধানদের এই সপ্তাহের বৈঠকে ওলেগ মাতিসিন এই প্রস্তাব রাখেন। বৈঠকে রাশিয়া, ভারত, কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বৈঠকে রাশিয়ান মন্ত্রী বলেন, এসসিও অঞ্চলে ক্রীড়া সহযোগিতার সমৃদ্ধ সম্ভাবনা রয়েছে। এখানের সাধারণ ক্রীড়াবিদ এবং বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যেন রাজনৈতিক খেলার বিষয়বস্তুতে পরিণত না হয় সে বিষয়েও খেয়াল রাখা উচিত। এছাড়াও ধ্বংসাত্মক প্রবণতাগুলোকে প্রতিহত করার জন্য এবং এসসিও অঞ্চলে ক্রীড়াবিদদের অধিকার রক্ষার জন্য যৌথভাবে সাধারণ আইনি ও রাজনৈতিক ব্যবস্থা গঠনের প্রস্তাব করেন তিনি।

তিনি জানান যে, বড় বড় আন্তর্জাতিক খেলাগুলোকে সফলভাবে আয়োজন করার জন্য রাশিয়ার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। রাশিয়ান ফেডারেশনের ভেন্যুটিকে পরবর্তী সময়ের জন্য এসসিও এর সাথে সমন্বয় করে এসসিও গেমসের সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে রাশিয়াকে বিবেচনা করার প্রস্তাব দেন তিনি।

এসসিও বৈঠকে এসসিও স্পোর্টস অর্গানাইজেশনের অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, গত বছর সমরকন্দে আয়োজিত এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন।

রাশিয়ায় অনুষ্ঠিত ক্রীড়া এবং অফিসিয়াল অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার জন্য বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারী প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানান মাতিসিন।

আই. কে. জে /

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ