বিনোদন প্রতিবেদক, সুখবর ডটকম: আজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্পে নির্মিত কলকাতার ছবি ‘ঝরা পালক’। এতে অভিনয় করেছেন জয়া আহসান ও ব্রাত্য বসু। পরিচালনায় সায়ন্তন মুখোপাধ্যায়।
কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। এদেশের দর্শকরা জয়ার এ ছবি প্রথমবারের মতো দেখবে।
এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
এ সিনেমায় কবির জীবন, ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ ও তাকে ঘিরে থাকা মানুষের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়ে এ ছবির নামকরণ। আজ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি অডিটোরিয়ামে প্রথমবারের মতো ঢাকার দর্শকরা দেখতে পাবেন সিনেমাটি। অন্যদিকে, সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকীর ‘যা হারিয়ে যায়’ ও সুফিয়া কামাল মিলনায়তনে সুবর্ণা সেঁজুতি টুশির ‘ঢেউ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এম/
আরো পড়ুন:
৫০ হাজার ভক্ত একসঙ্গে দেখবে ‘পাঠান’!