spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

পুলিশদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে কানাডা যাচ্ছেন অরুণাচলের ডিএসপি

- Advertisement -

ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের অরুণাচল প্রদেশের চ্যাংলাংয়ের পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট, পি নবিন জোমোহ আগামী ২৮ জুলাই থেকে ৬ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

জোমোহ, অরুণাচল প্রদেশ পুলিশ বিভাগের একজন পেশাদার কারাতে প্রশিক্ষক। তিনি সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত ১০ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেন। উত্তর-পূর্ব ভারত থেকে প্রথম কমনওয়েলথ সিনিয়র কারাতে পদকপ্রাপ্ত তিনি।

বিশ্ব পুলিশ ও ফায়ার গেমস (ডব্লিউপিএফজি) সারা বিশ্ব থেকে সক্রিয় এবং অবসরপ্রাপ্ত আইনপ্রয়োগকারী এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের জন্য একটি বিশাল ক্রীড়া উৎসব। এখানে শারীরিক কসরত, বক্সিং, সাঁতার, ফুটবল এবং কারাতেসহ ৬০টিরও বেশি খেলা রয়েছে।

এর লক্ষ্য হলো পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে শারীরিক সুস্থতা এবং খেলাধুলাকে উন্নীত করা, জননিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

এ অনুষ্ঠানটি প্রতি দুই বছরে বিশ্বের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয় এবং ৭০ টিরও বেশি দেশ থেকে হাজার হাজার অংশগ্রহণকারী এতে অংশ নেয়।

১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ভারত সবসময়ই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

আই. কে. জে /

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ