বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ইতিমধ্যেই এই ছবির টিজার এবং ‘বেশরম রং’ গান মুক্তি পেয়েছে। যা ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এত বছর পর পর্দায় ফিরতে কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কিং খান?
নেট দুনিয়ায় ঝড় তুলেছেন শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন। এই ছবিতে তাদের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকেও।
জানা গেছে, ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কিং খান। বাকি অভিনেতারা তাহলে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই ছবির জন্য?
শাহরুখ খানের ছবি ‘পাঠান’ পরিচালনা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিটি পরিচালনা করার জন্য তিনি ৬ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।
শেষবার জন আব্রাহামকে পর্দায় দেখা গেছে ‘সত্যমেব জয়তে ২’ ছবি দিয়ে। এবার শাহরুখ-দীপিকার সঙ্গে তাকে দেখা যাবে। আর ‘পাঠান’-এর জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ২০ কোটি রুপি।
‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘বেশরম রং’। যাতে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী। এই ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
অশ্লীলতার অভিযোগ, শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক