ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলা থেকে একটি পাকিস্তানি ড্রোন থেকে ফেলে দেওয়া অস্ত্রের চালানের মধ্য থেকে চারটি চীনা পিস্তল উদ্ধার করেছে।
জানা যায়, মঙ্গল ও বুধবার মধ্যরাতে গুরুদাসপুরের উনচা টাকালা গ্রাম থেকে ৪টি চীনা পিস্তল, আটটি ম্যাগাজিন এবং ৪৭টি লাইভ রাউন্ডসহ চালানটি উদ্ধার করা হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, ১৭-১৮ জানুয়ারি, রাতের বেলা পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের উনচা টাকালা গ্রামের উপকণ্ঠে মোতায়েন করা বিএসএফ দলটি পাকিস্তানি ড্রোনের শব্দ শুনতে পায়। সে শব্দকে লক্ষ্য করে তারা গুলি করা শুরু করলে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পাওয়া যায়। পরবর্তীতে তারা কাঠের বেস ফ্রেমযুক্ত একটি প্যাকেট দেখতে পায়।
এই প্যাকেট থেকে তারা ৪টি চীনা পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
উল্লেখ্য, বিএসএফ ৩৩২৩ কিলোমিটার জুড়ে ভারত-পাকিস্তান সীমান্ত পাহারার কাজে দায়িত্বরত। সতর্ক বিএসএফ সৈন্যরা আবারও ড্রোনের মাধ্যমে মাদক পাচার চোরাকারবারীদের ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে।